রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মোহনপুর এলাকায় র্যাবের অভিযানে সাড়ে ১৬ কেজি গাঁজাসহ আশিকুর মালিথা(২৪) নামে এক মাদক পাচারকারী গ্রেপ্তার হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২শে আগস্ট রাত সোয়া ৯টার দিকে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল মোহনপুর এলাকায় আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাসীকালে তাকে গ্রেপ্তার করে। এ সময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আশিকুর মালিথা কুষ্টিয়া জেলার ফিলিপনগর গ্রামের আছান মালিথার ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আশিকুর মালিথা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে কুষ্টিয়া থেকে গাঁজার চালান এনে রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।