ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশায় পাওনা টাকা আদায়ে ১ব্যক্তিকে শিকলে বেঁধে নির্যাতন॥৩জন গ্রেফতার
  • শামীম হোসেন
  • ২০২২-০৮-৩০ ১৬:০৯:২৫

পাওনা টাকা আদায়ের জন্য রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার সত্যজিৎপুর গ্রামের শহিদ শেখের বাড়ীতে ৩দিন ধরে মিঠু মোল্লা(৩৩) নামের এক ব্যক্তিকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখার ঘটনায় শহিদ শেখসহ ৩জনকে পুলিশ গ্রেফতার করেছে। 

  জানা গেছে, ৯৯৯ থেকে খবর পেয়ে গতকাল ৩০শে আগস্ট পাংশা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার ও জড়িত ৩জনকে গ্রেফতার করে। 
  ভুক্তভোগী মিঠু মোল্লা পাবনা জেলার সুজানগর উপজেলার কাদুয়া গ্রামের মৃত দিনু মোল্লার ছেলে। সে জানায়, পাওনা টাকার জন্য গত ২৮শে আগস্ট পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর খেয়া ঘাট থেকে তাকে ধরে নিয়ে এসে বসত ঘরের খুঁটির সাথে পায়ে শিকল দিয়ে তাকে বেঁধে রাখে শহিদ শেখ ও তার ছেলেরা।
  অভিযুক্ত শহিদ শেখ বলেন, আমি তার কাছে ১লক্ষ ৮০ হাজার টাকা পাই। সে টাকা দেয়নি বলে তাকে ধরে এনে বেঁধে রেখেছিলাম। 
  পাংশা মডেল থানার পরিদর্শক(তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, ৯৯৯ থেকে খবর পেয়ে ভিকটিমকে উদ্ধার ও জড়িত ৩জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ