ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতে পাংশা শহরের ৩টি ক্লিনিককে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৯-০৫ ১৫:০১:৩০
রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম গতকাল ৫ই সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরের ফরিদপুরের সহযোগিতায় পাংশা উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন -মাতৃকণ্ঠ।

পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে গতকাল ৫ই সেপ্টেম্বর পাংশা উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। 
  এ সময় ঝুকিপূর্ণ মেডিকেল বর্জ্য সরাসরি ফেলে পরিবেশ দূষণের দায়ে পাংশার ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সংশ্লিষ্ট আইনে মোট ৫০ হাজার টাকা জরিমানাসহ তাদেরকে পরিবেশসম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ প্রদান করা হয়।
  পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা প্রদান করে।

গোয়ালন্দে প্রবাসী সবুজ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন
গোয়ালন্দে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার
 কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ