ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীর দেড় লাখ টাকা জরিমানা
  • মীর সামসুজ্জামান
  • ২০২২-০৯-১৮ ১৪:৫৯:৩৬
রাজবাড়ীর গোদার বাজার এলাকায় গতকাল ১৮ই সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরীর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতে পদ্মা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনকারী ফিরোজ উদ্দিন বিশ্বাসকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্র

রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার এলাকায় পদ্মা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনকারী ফিরোজ উদ্দিন বিশ্বাস (৪০)কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
   গতকাল ১৮ই সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরীর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জরিমানা হওয়া ফিরোজ উদ্দিন বিশ্বাস সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দীপক কুমার কুন্ডুর বালুর ব্যবসার ম্যানেজার। অভিযানকালে ফিরোজ উদ্দিন বিশ্বাসকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় দেড় লক্ষ টাকা জরিমানার পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন অকেজো করে দেয়া হয়। পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ