রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল ১৩ই আগস্ট দুপুরে অনলাইন প্লাটফর্মে ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার (স্কুল ও কলেজ পর্যায়ে) পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
স্কুল পর্যায়ের প্রতিযোগিতায় রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উম্মে হাবিবা ১ম, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাইসুল ইসলাম প্রান্ত ২য় ও রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হুমায়রা খান দোয়া ৩য় এবং কলেজ পর্যায়ের প্রতিযোগিতায় বালিয়াকান্দির নারুয়ার লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের ছাত্রী সাবরিনা তানজিল ১ম, বহরপুর কলেজের ছাত্রী তুরফা তাবাসসুম ২য় ও লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের ছাত্রী সুমাইয়া ইয়াসমীন ৩য় স্থান অধিকার করে।