রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে “সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৪ঠা অক্টোবর জাতীয় কন্যা শিশু দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম। উপস্থাপনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী শ্যামল কুমার।
অতিথিবৃন্দ কন্যা শিশুর মানসিক বিকাশ, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবী মহিলা উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।