রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও এনজিও পায়াক্টের সহযোগিতায় পতিতাপল্লীর যৌনকর্মীসহ ৩৫০ জন নারী-পুরুষকে করোনার টিকার বিভিন্ন ডোজ (১ম, ২য় ও ৩য়) প্রদান করা হয়েছে।
গতকাল ৬ই অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পায়াক্টের কার্যালয়ে এই টিকা প্রদান করা হয়। টিকা প্রদানে সহযোগিতা করেন স্বাস্থ্য পরির্দশক শাহেদা আক্তার, গণস্বাস্থ্যের ইনচার্জ জুলফিকার আলী, প্যারামেডিক শিহাব হারুন, স্বাস্থ্য সহকারী হাফেজা সুলতানা, পায়াক্টের ম্যানেজার মুজিবুর রহমান জুয়েল, সুপারভাইজার শেখ রাজীব প্রমুখ।