জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল ১৫ই আগস্ট সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাফিন জব্বার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।