রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউপির জাফরপুর হাফিজিয়া মাদরাসায় গত ৯ই অক্টোবর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।
এ উপলক্ষে পবিত্র কোরআন খানি, হামদ-নাত, আলোচনা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
জাফরপুর হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও হোগলাডাঙ্গী এম.আই কামিল মডেল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা শাহজুঁই(রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মোহাঃ আবু মুসা আশয়ারী, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, পুঁইজোর সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোঃ সাঈদ আহমদ, বিশিষ্ট সমাজসেবী মোঃ আমজাদ হোসেন, সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ, আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আজম শেখ প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাফরপুর হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার মোহতামিম হাফেজ ক্বারী মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ।
অনুষ্ঠানে মাদরাসার উন্নয়নে আর্থিক সহযোগিতা এবং এতিমখানার শিক্ষার্থীদের খাদ্য সহায়তা প্রদান করেন পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান ও বিশিষ্ট সমাজসেবী মোঃ আমজাদ হোসেন।
অনুষ্ঠানে পরানপুর ডিএস দাখিল মাদরাসার সুপার মোঃ গোলাম মোস্তফা চৌধুরী, মৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ আব্দুস সামাদ, মোঃ আতিকুর রহমান মন্ডল, মোঃ সহিদুল ইসলাম জোয়ার্দ্দারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।