ঢাকা মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
দৌলতদিয়া বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০২-২৩ ১৪:৫৩:৪৭

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফজের আলী মন্ডল কলেজিয়েট স্কুলে গতকাল ২৩শে ফেব্রুয়ারী বিকালে ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

 প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।

 এ সময় বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন প্রামানিক বক্তব্য রাখেন।

 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফজের আলী মন্ডল কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল।

 অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বার্ষিক ক্রীড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

কালুখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ইউএনও অফিস ও মডেল থানা পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসক সুলতানা আক্তারের যোগদান
পাংশা শহরের পিপাসা সুপার আইসক্রীম ফ্যাক্টারীকে ৪০ হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ