ঢাকা বুধবার, জুলাই ১৬, ২০২৫
রাজবাড়ী পৌরসভার ৪নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-০৭ ১৩:৪৪:৫৪

আগামী ১১ই ফেব্রুয়ারী রাজবাড়ী পৌর বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। 

 এ জনসভা সফল করার লক্ষ্যে পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা গতকাল ৭ই ফেব্রুয়ারী বিকেলে শহরের সজ্জনকান্দায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনের ৩য় তলায় অনুষ্ঠিত হয়।

 রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার নুরুজ্জামান নুরুর সভাপতিত্বে ও পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক গাজী আহসান হাবীব বক্তব্য রাখেন।

 অন্যান্যের মধ্যে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইয়ামিন আক্তার পিয়া, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এডঃ নেকবার হোসেন মনি, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, ফারুক, মিরাজ, শাহ মোঃ জার্জিস, শেখ রনজু আহাম্মেদ ও বক্কার প্রমুখ বক্তব্য রাখেন।

 

 রাজবাড়ীতে নির্মাণাধীন জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
 মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক সভা
বিএনপি ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সর্বশেষ সংবাদ