ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী সদরের বেথুলিয়ায় উচ্চ ফলনশীল জাতের ধান ইস্পাহানি-৮ এর মাঠ দিবস
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১০-৩১ ১৫:১০:১৪

রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়ায় উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধান ইস্পাহানি-৮ এর মাঠ দিবস গতকাল ৩১শে অক্টোবর বিকেলে মেসার্স আরাফাত কৃষি ভান্ডারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্পাহানির বরিশাল বিভাগের ডেপুটি এক্সিকিউটিভ কৃষিবিদ শেখ সোহান-উর রশিদ।
  অন্যান্যের মধ্যে মেসার্স আরাফাত কৃষি ভান্ডারের প্রোপাইটর আলাউদ্দিন হোসেন, ইস্পাহানির সিনিয়র টেরিটোর অফিসার রুবেল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী খবির উদ্দিন মোল্লা, আজিম হোসেন, প্রশান্ত কুমার পাল, আদর্শ কৃষক ইব্রাহিম, নাজিম ও সবুজ বক্তব্য দেন। মাঠ দিবসে সভাপতিত্ব করেন বারেক শেখ ও পরিচালনা করেন রফিকুল ইসলাম বাচ্চু।
  বক্তারা ইস্পাহানির-৮ ধানের বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, এজাতটি উচ্চ ফলনশীল। বাংলাদেশের আবহাওয়ায় বোরো, আউশ ও আমন মৌসুমে আবাদ উপযোগী। এজাতের ধান গাছ হেলে পড়ে না। শীষে চিটা হয়না। ধান ঝরে পড়ে না। চাল লম্বা ও চিকন হয়। ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু। ১৩০ থেকে ১৩৫ দিনের মধ্যেই এ ধান ঘরে তোলা যায়। একর প্রতি ফলন হয় ১২০ থেকে ১২৫ মন। তাই দিন দিন এজাতের ধানের প্রতি কৃষকের আগ্রহ বাড়ছে।
  মাঠ দিবসে এজাতের ধান চাষ করে সফল হওয়ায় আদর্শ কৃষক ইব্রাহিমকে পুরস্কার হিসেবে মোবাইল ফোন উপহার দেওয়া হয়।

 

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ