ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
বালিয়াকান্দিতে ৪দিন ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৫-০৭ ১৫:৪৭:২৮

 বালিয়াকান্দিতে মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরে চার দিন(৩২ প্রহর) ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান গত ৬ই মে ভোর থেকে শুরু হয়েছে।

 আগামী ১০ই মে নগর কির্ত্তন, শ্রী শ্রী মহাপ্রভূর ভোগ আরতি ও মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিযে সমাপ্তি হবে।

 জানা গেছে, মহানাম সংকীর্তন পরিবেশন করছেন কুমিল্লা জেলার বেদবাণী সম্প্রদায়, গোপালগঞ্জ জেলার প্রভূ প্রিয়া সম্প্রদায়, সিরাজগঞ্জ জেলার ভুবন মঙ্গল সম্প্রদায়, রাজবাড়ী জেলার শিবমন্দির সম্প্রদায়, খুলনা জেলার শ্রী শ্রী মা ভবতারিনী সম্প্রদায় ও রাজবাড়ী জেলার অদ্বৈত সম্প্রদায়।

 

মেলার লটারিতে মোটর সাইকেল পেল মা; কপাল পুড়ল মেয়ের!
দৌলতদিয়া ঘাটে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর পথসভা অনুষ্ঠিত
দক্ষিণবাড়ী গ্রামে আনারসের সমর্থকের মাথা ফাটালো প্রতিপক্ষের সমর্থকেরা
সর্বশেষ সংবাদ