ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
হার্ট অ্যাটাকে কালুখালীর কলকলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু
  • ফজলুল হক
  • ২০২২-১১-০২ ১৪:০৭:৪৩

হার্ট অ্যাটাক হয়ে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের পর কলকলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশতিয়াক আহম্মেদ শামিম(৪৩) মৃত্যুবরণ করেছেন।  

  গত ১লা নভেম্বর দিনগত রাত পৌনে ১টার দিকে তিনি গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। তিনি গোপালগঞ্জে সরকারী প্রশিক্ষণে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২কন্যাসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

  গতকাল ২রা নভেম্বর বাদ জোহর কলকলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১ম ও বাদ আসর মৃগী ঈদগাহ ময়দানে ২য় জানাযার নামাজ শেষে তার মরদেহ সাওরাইল ইউনিয়নের বনগ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  কালুখালী উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রশিদ, মৃগী ইউপির চেয়ারম্যান এম.এ মতিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুর্শিদুর রহমান বুলু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান গগনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জানাযার নামাজে অংশগ্রহণ করেন। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ