ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পাংশার পাট্টা ও যশাই ইউনিয়নের শূন্য হওয়া ২টি ওয়ার্ড সদস্য পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত
  • শামীম হোসেন
  • ২০২২-১১-০২ ১৪:১০:৩৭

নির্বাচিতদের মৃত্যুতে শূন্য হওয়া রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদের ৬নং ও যশাই ইউনিয়ন পরিষদের ১নং সাধারণ ওয়ার্ড সদস্য পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ২রা নভেম্বর পাট্টা ইউনিয়নের তেবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও যশাই ইউনিয়নের সমসপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) এর মাধ্যমে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে উপ-নির্বাচন ২টির প্রিজাইডিং অফিসারগণ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

  পাট্টা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য পদে প্রয়াত ইউপি সদস্যের স্ত্রী মোছাঃ রাফেজা বেগম ফুটবল প্রতীকে ৬৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আবুল কাশেম বিশ্বাস মোরগ প্রতীকে ২৩০ ভোট পেয়েছেন। এ ওয়ার্ডের ১ হাজার ৫১০ ভোটারের মধ্যে ৯১৫ জন ভোট দেন। 

  অপরদিকে, যশাই ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য পদে আবুল কালাম আজাদও ফুটবল প্রতীক নিয়ে ৫৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল ওহাব প্রামানিক মোরগ প্রতীকে ৪৩৭ ভোট পান। অপর প্রার্থী রব্বান আলী তালা প্রতীকে ৫ ভোট পান। এ ওয়ার্ডের ১ হাজার ২৯৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ১২ জন ভোট দেন। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ