ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীতে ভাঙনে শত শত বিঘা জমি পদ্মায় বিলীন॥ঝুঁকিতে শহর রক্ষা বাঁধ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২২-১১-০৫ ১৪:৫৩:০৩

রাজবাড়ীর সদর উপজেলার বিভিন্ন এলাকায় পদ্মা নদীতে অসময়ে ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে পদ্মার ভাঙনে বিলীন হয়েছে দুইটি ইউনিয়নের ৫টি গ্রামের প্রায় ৬০০ বিঘারও বেশী ফসলী জমি। 
  এছাড়া ভাঙনে বিলীন হয়েছে নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের সিসি ব্লক। ভাঙনের ঝুঁকিতে রয়েছে রাজবাড়ী শহর রক্ষা বাঁধ। এতে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।
  পানি কমতে শুরু করায় পদ্মায় নদীতে ভাঙনের তীব্রতা বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড(পাউবো)। ভাঙন ঠেকাতে জরুরী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে তারা। তবে স্থানীয়দের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড ভাঙন ঠেকাতে কোনো স্থায়ী পদক্ষেপ নিচ্ছে না। তারা দায়সারাভাবে কাজ করে যাচ্ছে।
  সরেজমিনে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর সিলিমপুর, বড় চর বেনীনগর, কালিতলা এবং বরাট ইউনিয়নের উড়াকান্দা, অন্তারমোড় এলাকা ঘুরে দেখা যায়, নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমতে থাকায় নদীতে স্রোতও বৃদ্ধি পেয়েছে। নদীতে বালুভর্তি বাল্কহেড চলাচল করছে। এতে বড় বড় ঢেউ নদীর পাড়ে এসে ধাক্কা খাচ্ছে। তীব্র স্রোতের কারণে পদ্মায় ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরে পদ্মার ভাঙনে শত শত বিঘা ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়েছে। এছাড়াও ভাঙনে ৮০ মিটার সিসি ব্লক নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ করছে।
  স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ও অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। যে কারণে শুষ্ক মৌসুমেও পদ্মা তার আগ্রাসী রূপ ধারণ করেছে। এছাড়াও উত্তোলিত বালু বহনের জন্য বড় বড় কার্গো বা ট্রলার ব্যবহার করা হয়। এসব কার্গো বা ট্রলার নদী পাড়ের পাশ দিয়ে চলাচলের সময় নদীতে ব্যাপক ঢেউয়ের সৃষ্টি হয়। এতে নদী ভাঙনের তীব্রতা আরও বেড়ে গেছে।
  চর সিলিমপুর গ্রামের ষাটোর্ধ্ব বয়সী কৃষক ফজলে মিয়া বলেন, ‘শুকনো মৌসুমে এ ধরনের নদী ভাঙন আগে কখনও দেখিনি। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করার কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। অবিলম্বে বালু উত্তোলন বন্ধ করে নদী ভাঙনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী করেন তিনি।’
  বড় চর বেনীনগর এলাকার কৃষক আলমাস শেখ, ওয়াহেদ ব্যাপারী, সুরুজ ফকির, ইসহাক সরদার সহ কয়েকজন কৃষক বলেন, বর্ষা মৌসুমে বন্যার সময় সাধারণত পদ্মা নদীর ভাঙন দেখা যায়। কিন্তু এবার শুকনো মৌসুমেই পদ্মা নদীর ভাঙন শুরু হয়েছে। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত শত বিঘা ফসলী জমি। হঠাৎ করে ফসলী জমি হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। গত এক সপ্তাহে অন্তত ৬ শতাধিক বিঘার বেশী বিভিন্ন ধরনের ফসলসহ জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে অনেকেই তাদের জমিজমা, ভিটেমাটি হারাবে।
  কালীতলা এলাকায় নদীর পাড়ে ক্ষেত থেকে সবজি তুলতে আসা রাবেয়া আক্তার বলেন, নদীর পাড়ে কায়ডা লাল শাক বুনছিলাম। কয়েকদিনের টানা ভাঙনে তা বিলীন হয়ে গেছে। এখন ৪ বিঘা জমিতে শীতকালীন সবজি আছে। এভাবে ভাঙন অব্যহত থাকলে এগুলোও থাকবে না। এই চার বিঘা জমিই এখন আমার সম্পদ। এইটুকুও যদি নদীর পেটে চলে যায় তাহলে আমি সর্বস্বান্ত হয়ে যাবো।
  রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, নদীর পানি কমায় স্রোত বৃদ্ধি পেয়ে অসময়ে নদীতে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে অস্থায়ীভাবে ভাঙন ঠেকাতে ভাঙন কবলিত স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ চলছে। তবে দুই-এক দিনের মধ্যে পানি আরও কমে যাবে। তখন নদী শান্ত হয়ে যাবে।

 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ