রাজবাড়ীর গোয়ালন্দে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক প্রথম আলো পত্রিকার ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল ১০ই নভেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ বাজারস্থ প্রথম আলোর উপজেলা প্রতিনিধির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি মুহাম্মদ বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, রাজবাড়ী সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফকীর মোহাম্মদ নূরুজ্জামান, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ বন্ধুসভার সাধারণ সম্পাদক শামসুল হক প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রাশেদুল হক রায়হান এবং সঞ্চালনা করেন আদ্রিতা রায়হান সিমি ও অনন্যা হোসাইন। এছাড়াও প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।