রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির গড়াই নদীর কেওয়াগ্রাম ঘাট ও সুবর্ণখোলা চর ঘাটে একটি মহল অবৈধ ভাবে ডেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন করে ব্যবসা করছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল ১২ই নভেম্বর দুপুরে সরেজমিন সুবর্ণখোলা চর ঘাটে ডেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন করতে দেখা গেছে। ড্রেজিং মেশিনে অবস্থানকারী ব্যক্তিদের সাথে কথা বলতে চাইলে তারা এ প্রতিনিধির সাথে কথা বলতে রাজি হননি। তবে নাজির বিশ্বাস নামের এক ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ সুবর্ণখোলা চর ঘাটের গড়াই নদীতে ডেজিং মেশিন বসিয়ে বালু উত্তোলন করে ব্যবসা করছেন বলে স্থানীয় লোকজন জানায়।
এছাড়া গড়াই নদীর কেওয়াগ্রাম ঘাট এলাকায় পৃথক ১টি ড্রেজিং মেশিন বসানো হয়েছে। কে বা কাহারা সেখানে ড্রেজিং মেশিন বসিয়েছে নাম পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, কেওয়াগ্রামের একটি রাইস মিলের পেছনে কলাবাগানের পাশে গড়াই নদীতে কয়েকদিন আগে ড্রেজিং মেশিন বসিয়ে ব্যবসায়িক ভাবে বালু উত্তোলন করা হয়। ইঞ্জিনের ত্রুটির কারণে বর্তমানে ড্রেজার মেশিনটি বন্ধ রাখা হয়েছে। গতকাল ১২ই নভেম্বর দুপুর দেড়টার দিকে সরেজমিন কেওয়াগ্রামের ওই স্থানে ড্রেজার মেশিনটি বন্ধ অবস্থায় দেখা গেছে। ড্রেজিং মেশিনের সাথে লম্বা পাইপ লাগানো আছে।
ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলনের ব্যাপারে পাংশার পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুল আলমের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, বেড়িবাঁধের পাশ থেকে কেউ বালু উত্তোলন করলে তা বন্ধে পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা গ্রহণ করে থাকে। নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেন বলে উল্লেখ করেন তিনি।
স্থানীয় সচেতন মহলের লোকজন ব্যক্তিস্বার্থে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।