গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রের প্রায় ৪৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৫৭ লক্ষ ছাড়িয়ে গেল।
অপরদিকে একই সময়ে (২৪ ঘন্টায়) দেশটিতে ১ হাজার ২৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ লাখ ৭৬ হাজার ৩৩৭ জন মানুষের। এর পাশাপাশি আক্রান্তদের মধ্যে ৩০ লক্ষ ৬২ হাজার ৩৩১ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। তাদের মধ্যে ৫১ হাজার ২৩৩ জন গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন।
আক্রান্ত ও প্রাণহানীদের অধিকাংশই ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউইয়র্ক ও নিউজার্সি অঙ্গরাজ্যের বাসিন্দা। দেশটির পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ থেকে এসব তথ্য জানা গেছে।
চলতি বছরের ২১শে জানুয়ারী শিকাগোর এক বাসিন্দার প্রথম করোনা শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে খারাপ হতে থাকে পরিস্থিতি। অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে ক্যালিফোর্নিয়ায়। সেখানে ৬ লাখ ৪৭ হাজার আক্রান্তের বিপরীতে মৃত্যু হয়েছে ১১ হাজার ৬৮৬ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৫ হাজার, প্রাণহানী ১০ হাজার ৫১৭ জনের, ফ্লোরিডায় আক্রান্ত ৫ লাখ ৮৪ হাজারের বিপরীতে প্রাণ গেছে ৯ হাজার ৯৩৮ জনের, নিউইয়র্কে ৪ লাখ ৫৮ হাজার আক্রান্তের বিপরীতে মৃত্যু হয়েছে ৩২ হাজার ৯৩৭ জনের, জর্জিজায় আক্রান্ত ২ লাখ ৪৪ হাজারের মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৪৯ জনের। এছাড়া নিউজার্সি, ইলিনয়, অ্যারিজোনা, ম্যাসাসুয়েটস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, লুসিয়ানা, টেনেসি, অ্যালাবামার মতো অঙ্গরাজ্যগুলোতেও আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।