রাজবাড়ী জেলার পাংশা শহরের কুন্ডু সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নব গঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেটের অন্যতম স্বত্বাধিকারী সঞ্জীব কুমার কুন্ডু।
তিনি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। সেই সাথে কমিটির কার্যক্রমে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোঃ মোক্তার হোসেন।
কুন্ডু সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন- সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি খন্দকার মোকাররম হোসেন মুকুল ও অমিত কুমার রায়, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মন্ডল, সহ-সাধারণ সম্পাদক সমীর কুমার পাল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী আল সাদী, কোষাধ্যক্ষ সনৎ কুমার পাল, প্রচার সম্পাদক সুরুজ আলী, ধর্মীয় সম্পাদক(ইসলাম ধর্ম) আশরাফুল ইসলাম, ধর্মীয় সম্পাদক(সনাতন ধর্ম) অলোক কুমার অধিকারী, কার্যনির্বাহী সদস্য- বিপ্লব কুমার বিশ্বাস, সাইফুল ইসলাম, তোতা কাজী, নিমাই কুমার সেন, সুশীল কুমার, বিকর্ণ বিশ্বাস, সুবোধ কুমার দাস, নজরুল ইসলাম, সঞ্জয় কুমার পাল, প্রদীপ দাস, রমেন দাস, নিপু কুন্ডু, ডাঃ শহিদুল ইসলাম ইমরান, ডাঃ অনিক কুমার সাহা, আবু বক্কার সিদ্দিক, স্বরুপ কুমার, আকমল হোসেন, উজ্জ্বল কুমার, তপন কুমার বিশ্বাস(পাখি), খন্দকার মোয়াজ্জেম হোসেন জনি ও মিজানুর রহমান রিন্টু। উপদেষ্টা কমিটিতে রয়েছেন- প্রধান উপদেষ্টা সঞ্জীব কুমার কুন্ডু, উপদেষ্টা ভজন কুমার রায় ও হায়দার আলী শেখ।
অনুষ্ঠানে পরস্পর সহযোগিতা দিয়ে সমিতির কার্যক্রমে দৃষ্টান্ত স্থাপনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।