ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
মহান বিজয় দিবসে গোয়ালন্দে প্রতিবন্ধীদের প্রীতি ফুটবল ম্যাচ
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১২-১৭ ১৫:৩৫:৩৯

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দে প্রতিবন্ধীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

  উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গত ১৬ই ডিসেম্বর বিকালে উপজেলা কোর্ট চত্ত্বরে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধীরা ২টি দলে(লাল ও সবুজ) ভাগ হয়ে এতে অংশগ্রহণ করে। এর মধ্যে লাল দল ৩-২ গোলে সবুজ দলকে হারিয়ে বিজয়ী হয়। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলগুলোর খেলায়াড়দের সিরামিকের প্লেট উপহার দেয়া হয়। 

  এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাজ্জাদ হোসেন, মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রতন শেখ, সাধারণ সম্পাদক মুন্নাফ শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

 চট্টগ্রামের আইনজীবি আলিফ হত্যার বিচারের দাবীতে বালিয়াকান্দিতে বিক্ষোভ ও সমাবেশ
গোয়ালন্দে উঠান বৈঠকের মাধ্যমে ইন্টারনেট সম্পর্কে শিখলো নারীরা
বালিয়াকান্দি ও কালুখালীতে পেঁয়াজ সংরক্ষণে তৈরি মডেল ঘরে সুফল পাচ্ছেন কৃষকেরা
সর্বশেষ সংবাদ