ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীতে নতুন আরো ৩১ জনের করোনা শনাক্ত॥মোট আক্রান্ত-২৩৫১
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-২৩ ১৫:৫২:৪৩
একদিনে নতুন আরও ৩১জনসহ রাজবাড়ী জেলায় এ পর্যন্ত ২হাজার ৩৫১ জনের করোনা শনাক্ত হয়েছে -মাতৃকণ্ঠ।

একদিনে নতুন আরও ৩১জনসহ রাজবাড়ী জেলায় এ পর্যন্ত ২ হাজার ৩৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।  
  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, গতকাল ২৩শে আগস্ট জেলার আরও ১২১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ১৫ জন রাজবাড়ী সদর, ৮ জন বালিয়াকান্দি, ৬ জন পাংশা, ১ জন গোয়ালন্দ ও ১জন কালুখালী উপজেলার। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২০ জন মারা গেছেন এবং ১ হাজার ৩১৬ জন সুস্থ হয়েছেন। এছাড়া ৩৪ জন হাসপাতালে ভর্তি এবং ৯৫২ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।   
  উল্লেখ্য, গতকাল ২৩শে আগস্ট যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন- রাজবাড়ী সদর উপজেলার নাসিমা আক্তার(৪৫), শারমিন আক্তার(২৫), রেজাউল করিম(৩৮), শামসুদ্দিন(৫১), আরজু(২৭), মৃদুল(২৫), লিজা(৩৬), ফারহান(৩৯), ফরিদ(৪০), রবি সরকার(৪০), জাহাঙ্গীর আলম(৫০), মন্তাজ প্রামানিক(৮০), তানভীর মাহতাব(২৫), আলেকজান বিবি(৭০), কৃপা(১৭), পাংশা উপজেলার আতিয়ার রহমান(৪৫), শাহাবুদ্দিন(৪০), সুফিয়া(৪৫), কুদন খান(৬৫), রাজিয়া রহমান(৪৮) ও সোবাহান(৭০), কালুখালী উপজেলার মাজেদা(৬৫), গোয়ালন্দ উপজেলার সাবিয়া সুলতানা(৩৮), বালিয়াকান্দি উপজেলার বন্ধন বিশ্বাস(৩৫), ওমেদ আলী(৪৫), চন্দ্র নাথ বিশ্বাস(৩৫), বিধান বিশ্বাস(৩৮), জাহিদুল ইসলাম(৩৫), ফারুক আহমেদ(৩২), হালিমা(৭০), নাফিজ আলী(১১), জান্নাতুল নায়ার(৩৮), কোবাদ আলী খান(৬০), পনির হোসেন(২৬) ও কামরুজ্জামান(৪৮)।
  উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার গত ১০ই আগস্ট মাঠ পর্যায়ের প্রশাসনকে মারাত্মক এ ভাইরাস প্রতিরোধে জনগণকে মুখোশ/মাস্ক ব্যবহার সম্পর্কে সচেতন করতে সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিলেও রাজবাড়ীতে প্রয়োগ হচ্ছে ঢিলেঢালা ভাবে। ফলে সংক্রমণ রোধে মাস্কের ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না অধিকাংশ ক্ষেত্রে। এতে রাজবাড়ী জেলার সর্বক্র করোনার সংক্রমণ বেড়েছে বহুগুনে।

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ