রাজবাড়ী ডিবি’র অভিযানে কালুখালী উপজেলা ভবাণীপুর হঠাৎপাড়া গ্রাম থেকে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ১১ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার হয়েছে।
গত ২৫শে ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভবাণীপুর গ্রামের সন্ত্রাসী রবিনের বাড়ী থেকে এই অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি-কার্তুজ উদ্ধার করা হয় বলে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে রাজবাড়ী ডিবি’র একটি টিম অভিযান চালিয়ে কালুখালী উপজেলার ভবাণীপুর হঠাৎপাড়া গ্রামস্থ সন্ত্রাসী রবিনের বাড়ী থেকে রবিন ও তার সহযোগীদের ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি-কার্তুজ উদ্ধার করে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি-কার্তুজের মধ্যে রয়েছে ২টি বিদেশী পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, ২টি পিস্তলের ম্যাগাজিন, ৭ রাউন্ড পিস্তলের গুলি, ৩ রাউন্ড রাইফেলের গুলি ও ১রাউন্ড কার্তুজ।
এ ঘটনায় ডিবি বাদী হয়ে কালুখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।