ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
গোয়ালন্দের রিয়াজউদ্দিন পাড়া সপ্রাবি এর ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১২-২৭ ১৩:২১:৩৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

   গতকাল ২৭শে ডিসেম্বর বিকালে বিদ্যালয়ের অভিভাবকদের অংশগ্রহণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে জাহিদুল ইসলাম জাহিদকে সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসমিন আক্তারকে সদস্য সচিব (পদাধিকারবলে), সহকারী শিক্ষক হোসনেয়ারা কিরণকে শিক্ষক প্রতিনিধি এবং লাভলু মৃধা, হাসেম মৃধা, ফরিদুল ইসলাম, শারমিন আক্তার ও দুলি খাতুনকে অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম। 
   বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসমিন আক্তার জানান, নির্বাচিত কমিটি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন লাভের পর হতে ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবে। 

রাজবাড়ীতে চুরি যাওয়া মোটর সাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
 পাংশায় হিজিবিজি চর্চা কেন্দ্রে কারাতে বেল্ট গ্রেডিং পরীক্ষা ও বেল্ট প্রদান
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি গাজী মাহবুবুর রহমান
সর্বশেষ সংবাদ