ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
দৌলতদিয়া থেকে ফেন্সিডিলসহ প্রাইভেট কার চালক গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০১-১১ ১৩:২৫:৪০

 রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ এক প্রাইভেট কার চালককে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১০ই জানুয়ারী রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীর সামনে মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে প্রাইভেট কারটি (রেজি নং ঢাকা মেট্রো-গ-১১-২২৯৫) আটক করে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও চালক বাবু ভূইয়া (৩২)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বাবু ভূইয়া চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার রেডিও কলোনী এলাকার আরশাদ ভূইয়ার ছেলে। 
   গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃত চালক ফেনসিডিলের চালানটি নিয়ে ঢাকা যাচ্ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১১ই জানুয়ারী তাকে আদালতে সোপর্দ করা হয়। 

বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
বালিয়াকান্দি সরকারী কলেজের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন
সর্বশেষ সংবাদ