ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজবাড়ীতে নতুন আরো ৩৯ জনের করোনা শনাক্ত॥মোট আক্রান্ত-২৪৮৮
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-২৭ ১৫:৪২:৫৫

গতকাল বৃহস্পতিবার একদিনে আরও ৩৯ জনসহ রাজবাড়ী জেলায় এ পর্যন্ত মোট ২হাজার ৪৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।   
  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, গতকাল ২৭শে আগস্ট জেলার আরও ৮৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ৩৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন শনাক্তদের মধ্যে ২৩ জন রাজবাড়ী সদর, ১১ জন পাংশা, ২ জন গোয়ালন্দ ও ৩ জন কালুখালী উপজেলার। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২০ জন মারা গেছেন এবং ১ হাজার ৫০৫ জন সুস্থ হয়েছেন। এছাড়া ৩১ জন হাসপাতালে ভর্তি এবং ৮৯৩ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।   
  উল্লেখ্য, গতকাল ২৭শে আগস্ট যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন- রাজবাড়ী সদর উপজেলার মোঃ আসমাউল হাসান(৪০), মোঃ আফজাল(৩৩), মোনিয়া মিম(২৩), ইমরান(২২), কোহেলী(৩৮), সনজিৎ দত্ত(৫৪), সাইফুল ইসলাম(৩৮), রাহাত(৩২), মোছাঃ কুলসুম(৭০), প্রশান্ত কুমার দাস(৬০), মনিরা খানম মিনু(৩৪), টুটুল(৩৫), কহিনূর(৫০), শিল্পী(২৭), মোতালেব মন্ডল(৬৫), সোলায়মান(৫০), পপি(২৩), মন্টু(৬০), মিজান খান(৪৪), রকিব(৩৮), সুনীল কুমার সরকার(৬৬), ফইজদ্দিন(৭২), তৃষা(৩৩), ফিরোজা সুলতানা রশিদ(৭৪) ও আক্কাছ আলী মন্ডল(৫২), পাংশা উপজেলার মোঃ সাইফুল ইসলাম(৪২), মর্জিনা খাতুন(২২), রাবেয়া(৪৫), নীলরতন কুমার পাল(৩৬), আকবর আলী(৫৫), শাওন(২৪), মোঃ ফজলুল হক(৫২), রহিমা(৬৫), হাজেরা(৫০), তানিয়া(৫০), আবুল কাশেম(৬০), রাতুল হাসান(১৫) ও জাহিদুল ইসলাম(৪০), কালুখালী উপজেলার আবুল কাশেম(৬৫), শাহিদা বেগম(৫২), মোসলেম শেখ(৬৯) ও আব্দুস সালাম(৩৪), গোয়ালন্দ উপজেলার রাবেয়া(৭০) ও মুক্তা(৩০)।   

 

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ