রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪শে জানুয়ারী সকালে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার রেখা ইসলামের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসাবে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস আলম ও বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে সহকারী জেলা তথ্য কর্মকর্তা শাহিন মিয়া, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মহসিন খান ও ৫নং ওযার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন বক্তব্য দেন।
মা সমাবেশে বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং, নারী নির্যাতন ও মাদকসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন বক্তারা।