ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
গোয়ালন্দে মোবাইল কোর্টে মুদি ও খাবার হোটেল মালিককে জরিমানা
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০১-৩১ ১৪:৩৫:৪৭

রাজবাড়ী জেলার গোয়ালন্দের বিভিন্ন বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি খাবার হোটেল ও ১টি মুদি দোকানের মালিককে ৬ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। 
  গতকাল ৩১শে জানুয়ারী বিকালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমান উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন।
  এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার ও সংরক্ষন আইন ২০০৯ অনুযায়ী বিসমিল্লাহ হোটেলকে ১হাজার টাকা, রুবেল স্টোরকে ১৫শত টাকা, রাহমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা ও গ্রামীণ হোটেলকে ৫শত টাকাসহ ৩টি হোটেল ও ১টি মুদি দোকান মালিককে ৬ হাজার জরিমানা করা হয়।
  মোবাইল কোর্টের অভিযানে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ কামাল হোসেন ও গোয়ালন্দ থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।
  উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুর রহমান বলেন, জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোতে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার তৈরী, মেয়াদ উত্তীর্ণ খাবার রাখা, পণ্যের গুণগত মান ঠিক না থাকায় ভোক্তা অধিকার ও সংরক্ষন আইন ২০০৯ অনুযায়ী ৪টি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টে জরিমানা করা হয় এবং পাশাপাশি তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্ট নিয়মিত চলবে বলেও তিনি জানান।

 

গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ক্রিকেটে চ্যাম্পিয়ন দুরন্ত ক্রিকেট একাদশ
 গোয়ালন্দের দুর্গম কুশাহাটার চরে কম্বল নিয়ে অসহায় দরিদ্রদের পাশে ইউএনও
বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ