ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রাজবাড়ীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-২১ ১৩:৪৩:৩৭

রাজবাড়ীতে জেঁকে বসেছে শীত। এতে খেটে খাওয়া ও হতদরিদ্র ছিন্নমূল মানুষ এবং বৃদ্ধরা পড়েছেন চরম বিপাকে। আর এসব মানুষের কথা বিবেচনা করেই জেলার শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন। 

 এসব মানুষের কষ্টের কথা চিন্তা করে কম্বল নিয়ে নিজেই বাড়ীতে বাড়ীতে পৌঁছে দিচ্ছেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। 

 গত ২০শে ডিসেম্বর দিনগত রাতে সদর উপজেলার আলীপুর, কুটিরহাট ও শহীদওহাবপুর এবং রাজবাড়ী পৌরসভার কাজীকান্দা পীঠতলার মাঠ এলাকার হতদরিদ্র গৃহকর্মীদের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি।

 জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই শীতে যাতে মানুষ কষ্ট না পায় সেজন্য সমগ্র জেলাব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রেখেছি। আমাদের এই কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

 এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জ্যোতিশ্বর পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) নাহিদ আহমেদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাসহ জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

পদ্মা নদীতে দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
রাজবাড়ীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
দীর্ঘ ১৭বছর পর কালুখালীতে জাসাসের কর্মী সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ