ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
রাজবাড়ী পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের নিকাহ্ রেজিস্ট্রার পদে নিয়োগ পেলেন হাফেজ সিয়াম
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০২-০৪ ১৪:১১:৪২

রাজবাড়ী পৌরসভার ৭ ও ৮নং ওয়ার্ডের মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার(কাজী) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজবাড়ী সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ সিয়াম হুসাইন। 

  তিনি রাজবাড়ী শহরের কলেজপাড়া গ্রামের ৮নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মৃত কাশেম আলীর ছেলে।

  গত ২২শে জানুয়ারী পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার হিসেবে তিনি জেলা রেজিস্ট্রার কার্যালয়ে যোগদান করেন।

  হাফেজ মাওলানা মোহাম্মদ সিয়াম হুসাইন জানান, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন, ১৯৭৪ (১৯৭৪ সনের ৫২নং আইন) এর ৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সন্তুষ্ট হয়ে তাকে রাজবাড়ী পৌরসভার ৭ ও ৮নং ওয়ার্ডের সমন্বয়ে গঠিত নবসৃজিত অধিক্ষেত্রের জন্য বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষমতা প্রদান করেছেন।

  এখন থেকে তিনি এই দুটি ওয়ার্ডের মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার(কাজী) হিসাবে দায়িত্ব পালন করবেন। তিনি নিউ কলোনী কবরস্থান সংলগ্ন কলেজপাড়ায় নিজ বাসভবনে কার্যালয় করেন। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার
 রাজবাড়ীতে ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ ও সড়কে দুর্ঘটনা রোধকল্পে মোবাইল কোর্টের তৎপরতা
রাজবাড়ীর পুলিশ সুপারের উদ্যোগে লাশ পরিবহনে বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু
সর্বশেষ সংবাদ