ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
বালিয়াকান্দিতে রাস্তায় গাছের গুড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দুইটি স’ মিলের মালিককে জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০২-০৪ ১৪:১৩:০৪

রাস্তায় গাছের গুড়ি রেখে জনসাধারণ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজারে দুইটি স’ মিলের মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

  গতকাল ৪ঠা ফেব্রুয়ারী সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিনার(ভূমি) হাসিবুল হাসান মোবাইল কোর্ট পরিচালনা করেন।

  জানা যায়, গতকাল ৪ঠা ফেব্রুয়ারী সকালে রামদিয়া বাজারে অভিযান চালায় মোবাইল কোর্ট। এ সময় রাস্তায় গাছের গুড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় স’ মিলের মালিক ইলিয়াসুর রহমানকে ৬ হাজার ৫ শত টাকা ও আজমকে ৬ হাজার ৫ শত টাকা মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা করে।

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ