রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশের পৃথক অভিযানে গত ৪ঠা ফেব্রুয়ারী রাতে বিভিন্ন মামলার ৫জন আসামী গ্রেফতার হয়েছে।
এদের মধ্যে ৩ জন গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত ও ২জন নিয়মিত মামলার আসামী।
গ্রেপ্তারকৃতরা হলো- পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত নাছির মন্ডলের ছেলে জিয়া মন্ডল (৪২), পৌরসভাধীন কুলটিয়া গ্রামের মৃত শাহাদৎ শেখের ছেলে কামাল শেখ(৬১), নারায়নপুর গ্রামের (বৈরাগীপড়া) গ্রামের মৃত রামচন্দ্র দাসের ছেলে সমর দাস(৪২), বাবুপাড়া ইউনিয়নের সুজানগর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ লাল চাঁদ মল্লিক(৩৩) ও যশাই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আঃ বারিক শেখের ছেলে মোঃ ইউসুব আলী (৪৫)।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কামাল শেখকে মাদক মামলায় ও জিয়া মন্ডলকে মারামারী মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা সিআর মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী।