ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
পাংশার কশবামাজাইলে ৫৮ জন মেধাবীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০২-০৫ ১৪:০৮:০৭

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল এএইচ হাই স্কুল প্রাঙ্গনে গতকাল ৫ই ফেব্রুয়ারী সকালে ৫৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। 

  এর মধ্যে ৩০ জন পেয়েছে লুৎফর রহমান মেমোরিয়াল শিক্ষাবৃত্তি-২০২৩, ২৭ জন পেয়েছে দি প্লাটফর্ম অব এক্স-স্টুডেন্টস অব কশবামাজাইল এএইচ হাই স্কুল শিক্ষাবৃত্তি-২০২৩ ও ১জন পেয়েছে শামীমা ইসলাম কনা স্মৃতি শিক্ষাবৃত্তি-২০২৩। 

  শিক্ষাবৃত্তি হিসেবে কৃতি শিক্ষার্থীদেরকে নগদ অর্থ, শুভেচ্ছা স্মারক ক্রেস্ট, সনদপত্র ও ফুলের স্টিকার প্রদান করা হয়। 

  দি প্লাটফর্ম অব এক্স-স্টুডেন্টস অব কশবামাজাইল এএইচ হাই স্কুল এবং কশবামাজাইল এএইচ হাই স্কুল যৌথভাবে মহতি কর্মসূচির আয়োজন করে।

  কশবামাজাইল এএইচ হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং অধ্যাপক কাজী মিনহাজুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।

  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কশবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামির হোসেন, কশবামাজাইল এএইচ হাই স্কুলের প্রাক্তন ছাত্র সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম রব, প্লাটফর্মের এডমিন প্যানেলের সদস্য ইমন খান ও প্লাটফর্মের উপদেষ্টা মনোয়ার হোসেন মনি প্রমুখ বক্তব্য রাখেন।

  বক্তারা বলেন, শিক্ষার্থীদের উৎসাহ-অনুপ্রেরণা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাবৃত্তির ব্যাপক অবদান রয়েছে। লুৎফর রহমান মেমোরিয়াল শিক্ষাবৃত্তি, দি প্লাটফর্ম অব এক্স-স্টুডেন্টস অব কশবামাজাইল এএইচ হাই স্কুল শিক্ষাবৃত্তি ও শামীমা ইসলাম কনা স্মৃতি শিক্ষাবৃত্তি অব্যাহত রাখার গুরুত্বারোপ করেন তারা।

  উল্লেখ্য, ১৯৫৪ সালে কশবামাজাইল এএইচ হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। এ বিদ্যালয়ের অসংখ্য কৃতি শিক্ষার্থী দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়ে সামাজিক সুনাম বয়ে আনার পাশাপাশি এলাকায় শিক্ষা, ক্রীড়া ও মানবিক মূল্যবোধ জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ