ঢাকা রবিবার, মার্চ ২৩, ২০২৫
বালিয়াকান্দিতে অবৈধ ট্রাক্টর রাস্তায় থাকা গাছের গুড়ি জব্দ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০২-০৮ ১৪:৪৯:১৮

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে রাস্তায় গাছের গুড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৩টি স’মিলে গাছের গুড়ি ও অবৈধ মাটিটানা ট্রাক্টর জব্দসহ চালককে আটক করা হয়েছে। 
  গতকাল ৮ই ফেব্রুয়ারী দুপুরে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি, কালিবাড়ী ও জামালপুর ইউনিয়নের স্বর্পবেতেঙ্গা এলাকা থেকে এসব গাছের গাছের গুড়ি জব্দ করা হয়।
  মোবাইল কোর্ট পরিচালনা করেন বালিয়াকান্দির সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান।
  জানাযায়, মোবাইল কোর্টের অভিযানে গতকাল ৮ই ফেব্রুয়ারী দুপুরে বালিয়াকান্দি সরকারী কলেজের সামনে বালিয়াকান্দি-জামালপুর রোডে অবৈধ মাটিটানা ট্রাক্টর চলাচলকালে ট্রাক্টরটি জব্দ করাসহ চালক রাজীব (১৫)কে আটক করা হয়। 
  অপর অভিযানে বহরপুর ইউনিয়নের আড়কান্দি, কালিবাড়ী ও জামালপুর ইউনিয়নের স্বর্পবেতেঙ্গায় রাস্তায় গাছের গুড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আজাদ, রফিক ও ইমরানের ৩টি স’মিলের সামনে পাকা রাস্তার উপর থাকা মেহগনির গুড়ি জব্দ করা হয়।
  বিকালে অবৈধ মাটিটানা ট্রাক্টরের চালক অপ্রাপ্ত বয়স হওয়ায় পুনরায় সে আর ট্রাক্টর চালাবে না মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

বালিয়াকান্দিতে বিনামূল্যে ভিজিএফ চাল পেল ১৫ হাজার ৭২২টি অসহায় পরিবার
রাজবাড়ী সদর উপজেলার ৪টি ইউনিয়ন বিএনপির আয়োজনে আলাদীপুরে ইফতার মাহফিল
কালুখালী উপজেলার মদাপুরে ৬বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ১ব্যক্তি গ্রেফতার
সর্বশেষ সংবাদ