রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৫নম্বর ওয়ার্ড জুড়ান মোল্লার পাড়ার বাসিন্দা গোয়ালন্দ বাজারের প্রবীণ মাছ ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্ত রঞ্জন দাস(৯৪) গতকাল ১৮ই ফেব্রুয়ারী বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার সকালে তিনি বেশি অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে প্রথমে গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। সেখানেই বেলা পৌনে ১২টার দিকে পৌছলে কর্তব্যরত চিকিৎসকগন তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রয়াত চিত্ত রঞ্জন দাস গোয়ালন্দ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর গোয়ালন্দ প্রতিনিধি উদয় দাসের বাবা। গতকাল শনিবার বিকেল ৫টায় গোয়ালন্দ পৌরসভার কেন্দ্রীয় মহাশশ্মানে তাকে দাহ করা হয়।