রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির ঐতিহ্যবাহী নাদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল ২৭শে ফেব্রুয়ারী সকালে আনন্দঘন পরিবেশে ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তৃতায় জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ নাদুরিয়া মাধ্যমিক বিদ্যালয় উন্নয়নে ৬লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জলিল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কশবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, নাদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শৈলেন্দ্রনাথ বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন সহকারী শিক্ষক মোঃ আলাউদ্দিন।
নাদুরিয়া সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদরাসার সভাপতি মোঃ বাদশা মন্ডল, নাদুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।