রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রামে মশার কয়েল থেকে গোয়াল ঘরে আগুন লেগে আপন দুই ভাইয়ের দুটি গোয়ালের ৭টি গরু, ৮টি ছাগল, ১০টি পাতি হাঁস, ৫টি চীনা হাঁস এবং ১৫টি মুরগী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
গত ১লা মার্চ দিনগত মধ্যরাতে আলীপুরের মৃত মোজাহার শেখের দুই ছেলে জাহাঙ্গীর শেখ ও শাহিদুল শেখের গোয়াল ঘরে এ দূর্ঘটনা ঘটে। আগুন নিভাতে গিয়ে প্রতিবেশী রিপন খান ও বাচ্চু শেখ আহত হয়।
ক্ষতিগ্রস্ত শাহিদুল শেখ বলেন, আমরা ঘুমে ছিলাম হঠাৎ মানুষের চিল্লা-চিল্লাতে ঘুম ভেঙে দেখি আমাদের গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। গোয়াল ঘর থেকে কোনো কিছু বের করতে পারিনি। ধারণা করছি মধ্যরাতে আমার বড় ভাই জাহাঙ্গীর শেখের গোয়াল ঘরের মশার কয়েল থেকে আগুন লাগতে পারে। আগুনে আমার বড় ভাইয়ের গোয়ালের ২টি ষাড় ও ১টি গাভী, ৪টি ছাগল পুড়ে মারা যায়। পাশে হাঁস মুরগীর খোপ ছিলো সেখানে থাকা ৫/৬ টি পাতি হাঁস, ৪টি চীনা হাঁস, ১১টি মুরগী পুড়ে মারা গেছে। এর মধ্যে একটা গাভী ৮ থেকে ১০ দিনের মধ্যে বাচ্চা হওয়ার কথা ছিল।
এছাড়াও আগুনে আমার গোয়ালে থাকা ৩টি ষাড় গরু, ১টি গাভী এবং ৪ টি ছাগল পুড়ে মারা যায়। আগুনের তাপে পাশে রাখা ৬টি হাঁস ও ৪টি মুরগী মারা যায়।
তিনি আরো বলেন, প্রতিটি গরুর দাম এক থেকে দেড় লক্ষ টাকা হবে। এতে আমাদের প্রায় ১৫ থেকে ১৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ছোটবেলায় আমার বাবা মারা যায় দুই ভাই অনেক কষ্টে বড় হয়েছি। সম্পদ বলতে আমাদের এই গরু ছাগল গুলো ছিলো। যা ইনকাম করি নিজেরা খাই আর এই গরু ছাগল গুলোকে খাওয়াই। আমরা নিঃস্ব হয়ে গেলাম। বাড়ীর জমি টুকু ছাড়া আমাদের আর জমিজমা নেই।
প্রতিবেশী অসিম খাঁ বলেন, আমার অসুস্থ বাচ্চা রাত আড়াইটার দিকে কান্না করে। তার কান্নায় হঠাৎ ঘুম ভেঙে দেখি বাহিরে শব্দ হচ্ছে। ঘরের বাহিরে এসে দেখি জাহাঙ্গীর ও শাহিদুলের গরুর ঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে।
এ সময় ডাকাডাকি করলে ওদের বাড়ীর লোকজন ও এলাকার লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। গোয়াল ঘর তালাবদ্ধ ছিলো যার কারণে গরু ছাগল বের করা যায় নাই। আমরা চেষ্টা করছিলাম গরু গুলো বের করার করতে পারি নাই। আমাদের সামনে গরু গুলো পুড়ে মারা গেল।
আরেক প্রতিবেশী হেলাল খান বলেন, এটা আমার ভাস্তি বাড়ী। পাশেই আমাদের বাড়ী। আমরা সবাই এসে আগুন নেভানোর চেষ্টা করি কিন্তু আগুন এতো ভয়াবহ ছিল কাছে যাওয়া যাচ্ছিল না। আগুন নেভাতে গিয়ে আমার ভাস্তে রিপন খান ও আমাদের প্রতিবেশী বাচ্চু আহত হয়েছে। দুটি গোয়ালের কোনো কিছু বের করা যায়নি। আগুনের তাপমাত্রা এতো ছিলো যে কাছে যাওয়া যাচ্ছিল না। ফায়ার সার্ভিস আসতে দেরি করছে। পরে জানতে পারি ওনাদের গাড়ি নাকি গাছে আটকে গিয়েছিল। আমরা এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলছিলাম তখন তারা এসেছে। আল্লাহ রক্ষা করেছে গোয়াল ঘরের পাশের ঘরে ২জন ঘুমিয়ে ছিলো। ওই ঘরে আগুন লাগে নাই। আগুন লাগলে বের হতে পারতো না।
রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ফারুক আহম্মেদ বলেন, গত ১লা মার্চ মধ্যরাতে আলীপুর বাজারের পাশে একটি বাড়ীতে আগুন লাগার খবর পাই। আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু আমাদের জানানো হয়েছে লেট করে। আমরা গিয়ে দেখি এলাকাবাসী আগুন প্রায় নিভিয়ে ফেলেছে। এছাড়াও রাস্তা সুরু হওয়ায় আমাদের বড় গাড়ী ঘটনাস্থলে যেতে পারে নাই। আগুন লাগার সাথে সাথে আমাদের জানানো হলে ক্ষয়ক্ষতি কম হতো। সবাইকে আরও সচেতন হতে হবে। সরাসরি আমাদের নাম্বারে কল করে জানালে দ্রুত গিয়ে আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অনেকেই ৯৯৯ কল করে সেটি আবার আমাদের জানাতে জানাতে কাছে কিছু সময় চলে যায়। ফলে আমরা যেতে যেতে বড় ধরনের ক্ষতি হয়ে যায়।