ঢাকা রবিবার, জানুয়ারী ৫, ২০২৫
গোয়ালন্দে ৩টি স্কুলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০১-০২ ১৪:০০:৪৬

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী ১০০জন শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

 গতকাল ২রা জানুয়ারী দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু মাতব্বর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী ও কুশাহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও যদু ফকির পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৭০ জন শিক্ষার্থীর মাঝে এ স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

 এ সময় হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন, যদু মাতব্বর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুকুল, বিদ্যালয়ের সভাপতি সামসুল হক, সংগঠনের সদস্য সুলতান মাহমুদ, কাউয়ুম মোল্লা, মুখ্য সংগঠক শেখ আয়নাল আহসান, শাহীনুর রহমান শাহীন, ইব্রাহীমসহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

 
 গোয়ালন্দে চর পাঁচুরিয়ায় গলায় ফাঁস নিয়ে ১ব্যক্তির আত্মহত্যা
 বালিয়াকান্দিতে এনডিএম পার্টির উদ্যোগে কম্বল ও শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান
পাংশায় বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের প্রস্তুতি সভা
সর্বশেষ সংবাদ