ঢাকা বুধবার, জুলাই ১৬, ২০২৫
রাজবাড়ী জেলা যুবলীগের সম্মেলন সভাপতি পদে আলোচনায় শরীফ
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২৩-০৩-০৩ ১৩:৫৩:৪৮

১৯৯৭ সালে রাজবাড়ী জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই কমিটি তাদের নির্ধারিত মেয়াদ শেষ করে অতিরিক্ত ২বছর দায়িত্ব পালন করে। ২০০৫ সালে কমিটি ভেঙ্গে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

  আহ্বায়ক কমিটি দীর্ঘ ১৮ বছরে পূণআঙ্গ কমিটি করতে পারেনি। দীর্ঘ পথ পরিক্রমায় রাজবাড়ী সদর উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মোস্তাফিজুর রহমান শরীফ। কেন্দ্রীয় যুবলীগের জেলা পর্যায়ের আন্দোলন সংগ্রাম বাস্তবায়নে সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শরীফ ছিলেন অগ্রণী ভূমিকায়। তাকে ঘিরে জেলা যুুবলীগের সভাপতি পদে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নেতাকর্মীরা মনে করেছেন পরিচ্ছন্ন ইমেজ থাকার কারণে জেলা যুবলীগের সভাপতি পদে তিনি আসতে পারেন। 

  দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, মোস্তাফিজুর রহমান শরীফ রাজবাড়ী কলেজ ছাত্রলীগের দায়িত্ব পালন করেছেন। এরপর ১৯৯৭ সালে রাজবাড়ী সদর উপজেলা যুুবলীগের তিন বার সভাপতির দায়িত্ব পালন করেন। করোনাকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভাবমূর্তি রক্ষায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। সাধারণ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছেন।

  বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে পারিবারিকভাবে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তাঁর পিতা উপজেলা কৃষি অফিসার হিসাবে দীর্ঘদিন সফলতার সাথে কাজ করেছেন। 

  যুবলীগের কান্ডারী খ্যাত মোস্তাফিজুর রহমান শরীফ ঠিকাদারী ব্যবসার জড়িত। অতি সম্প্রতি অনুমোদন পাওয়া রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কমিটিতে তাকে কোষাধ্যক্ষ করা হয়েছে।  

রাজবাড়ীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
অনিয়ম করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে---ঢাকা রেঞ্জের ডিআইজি
রাজবাড়ী আমার শ্বশুর বাড়ী, মানে  আমারও বাড়ী ঃ ডাঃ তাসনিম জারা
সর্বশেষ সংবাদ