“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী গত ১৪ই জুলাই বিকেলে অফিসার্স ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, রাজবাড়ী সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সাঈদুর রহমান ও সহযোগী ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী নার্সারিদের পুরস্কার প্রদান করা হয়। সপ্তাহব্যাপী বৃক্ষ মেলায় রোজ গার্ডেন নার্সারী ১ম, দেলোয়ার নার্সারী ২য় ও ড্রিম নার্সারী এন্ড এগ্রো ফার্ম ৩য় স্থান অধিকার করেছে।