ঢাকা বুধবার, জুলাই ১৬, ২০২৫
রাজবাড়ী পল্লী বিদ্যুতের রেট সিডিউল বৃদ্ধির দাবীতে ঠিকাদারদের মানববন্ধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৭-১৬ ০৪:২৪:২৯

 পুরাতন রেট সিডিউল বাতিল পূর্বক ৮০% রেট শিডিউল বৃদ্ধির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ঠিকাদাররা।
 গতকাল ১৫ই জুলাই দুপুর ১২টায় রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির প্রাঙ্গনে পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 মানববন্ধনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি গোলাম কাইয়ুম হোসেন, সাধারণ সম্পাদক অনিক মোল্লা, সদস্য মোঃ সাইফুল ইসলাম, খোন্দকার রেজাউল ইসলাম, মোঃ আরাফাত, মোঃ হাসান হামিম ও কাজী আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।
 মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতিতে মিনি ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছি। সব সময় বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে আমরা জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখেছি। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের ঠিকাদার প্রতিষ্ঠানগুলো দিনে দিনে অবহেলিত হচ্ছে। আমাদের প্রতিষ্ঠন গুলো রাজবাড়ী জেলার ২০০ থেকে ৩০০ জন এর বেশি জনবল দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। বর্তমানে বাজার মূল্য যে উর্দ্ধগতি, হয়তো আমাদের প্রতিষ্ঠান গুলো টিকিয়ে রাখা সম্ভব হবে না। বাংলাদেশের সবকিছুর দাম বাড়ে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের ঠিকাদার প্রতিষ্ঠানের রেট সিডিউল বৃদ্ধি হয় না। সর্বশেষ ২০১৭ সালে আমাদের রেট সিডিউল বৃদ্ধি হয়েছিল। বর্তমানে ২০২৫ সাল দীর্ঘ ৮বছর যাবৎ আমাদের ঠিকাদার প্রতিষ্ঠানের রেট সিডিউল বৃদ্ধি হয়নি।
 আমাদের ঠিকাদার প্রতিষ্ঠানগুলো এভাবে আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। বর্তমানে আমাদের কাজের রেট সিডিউল বৃদ্ধি না হলে আমাদের ঠিকাদার প্রতিষ্ঠানের জনবল ধরে রাখা সম্ভব হবে না। হয়তো আমাদের কাজ বন্ধ করে দিতে হবে এতে আমাদের রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় কয়েক লক্ষ গ্রাহক ভোগান্তিতে পড়বে। জরুরি বিদ্যুৎ সঞ্চালন লাইন রক্ষনাবেক্ষণ কাজ বন্ধ হয়ে যাবে। আমরা চাইলে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতিতে সামনে আন্দোলন করতে পারতাম। কিন্তু আমরা বর্তমানে সরকারকে বিব্রত অবস্থায় দেখতে চাই না। আগামী দশ দিনের মধ্যে রেট সিডিউল বৃদ্ধি না হলে আমরা সকল ঠিকাদারগণ কাজ স্থগিত রাখব।
 মানববন্ধন শেষে পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদাররা রেট শিডিউল বৃদ্ধির জন্য রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম আহম্মদের কাছ স্মারকলিপি প্রদান করে।

 

রাজবাড়ীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
অনিয়ম করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে---ঢাকা রেঞ্জের ডিআইজি
রাজবাড়ী আমার শ্বশুর বাড়ী, মানে  আমারও বাড়ী ঃ ডাঃ তাসনিম জারা
সর্বশেষ সংবাদ