রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নের ভিডব্লিউবি উপকারভোগীদের দ্বিতীয় দফায় যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে।
গত ১৪ই জুলাই উপজেলার চারটি ইউনিয়নে ১ থেকে ৫ নং ওয়ার্ডের বাছাই কার্মক্রম পরিচালনা শুরু হয় এবং গতকাল ১৫ই জুলাই ৬ থেকে ৯টি ওয়ার্ডের উপকারভোগীদের বাছাই অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই কার্যক্রমের যাচাই বাছাই করেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
এর আগে গত ১৪ই জুলাই সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন কমিটির সভাপতি ইউএনও মোঃ নাহিদুর রহমান।
বাছাই কার্যক্রমে অংশ নিতে বিভিন্ন ওয়ার্ড থেকে অনেকটা পথ পাড়ি দিয়ে ইউনিয়ন পরিষদে আসতে হলেও স্বচ্ছতার প্রত্যাশায় আবেদনকারীরা সন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম জানান, এবার উপজেলার চারটি ইউনিয়নে মোট ৫ হাজার ৮৪৪ জন উপকারভোগী আবেদন করেছে। এর মধ্যে যাচাই বাছাই করে মোট ২হাজার ২২০জন উপকারভোগীকে নির্বাচন করা হবে।
নির্বাচিতরা আগামী ২ বছর প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবে।
গোয়ালন্দ উপজেলার ইউএনও মোঃ নাহিদুর রহমান বলেন, উপকারভোগী বাছাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার নির্দেশিত উপজেলা কমিটির কর্মকর্তাগণের মাধ্যমে প্রত্যক্ষ সাক্ষাৎকারের মাধ্যমে যাচাই বাছাই কার্মক্রম পরিচলনা করা হচ্ছে।
তিনি বলেন, কোন উপকারভোগী যদি তথ্য গোপন, মিথ্যা তথ্য বা অন্য কোন অসাধুপায়ে নির্বাচিত হয়, পরবর্তীতে সেটা প্রকাশ্যে এলে সেই উপকারভোগীকে তালিকা থেকে বাদ দেওয়া হবে।
৩/ঈ নিউজ হবে(শেষ পাতায় ইউএনও লেখা ছবিসহ বক্স হবে)
গোয়ালন্দে ইউএনও’র অভিযানে ড্রেজিং পাইপ
ধ্বংস॥দুই মোটর সাইকেল চালককে জরিমানা
॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় কয়েকদিন যাবৎ মরা পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে গত ১৪ই জুলাই বিকেলে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান অভিযান পরিচালনা করেন।
এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুটি মোটর সাইকেলের চালককে ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে মরা পদ্মা থেকে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ১৫টি পাইপ ভেঙ্গে ধ্বংস করা হয়েছে এবং গোয়ালন্দ বাসস্ট্যান্ডে দুটি মোটর সাইকেলের চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, যারা অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে তারা যেন কোন জমি বা পুকুর থেকে উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে মাটি বা বালু না করে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।