রাজবাড়ী কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রাম থেকে গতকাল ১৫ই জুলাই সকাল ৭টার দিকে ১ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির ৫০ হাজার টাকাসহ বিক্রেতা আমিরুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত আমিরুল ইসলাম কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রায়পুর গ্রামের লোকমান মন্ডলের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৫ই জুলাই সকাল ৭টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে একটি মাদক বিরোধী রেইডিং টিম কালুখালী উপজেলার রাইপুর গ্রামের আমিরুল ইসলামের নিজ বসতঘরে তল্লাশী করে একটি সিনথেটিক ব্যাগের ভিতর পলিথিন প্যাকেট দ্বারা মোড়ানো ১ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোঃ নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃত আমিরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬ (১) সারণির ১৯ (ক), ২৬(১) ধারায় নিয়মিত মামলা রুজু করার হয়েছে।