ঢাকা বুধবার, জুলাই ১৬, ২০২৫
রাজবাড়ীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৭-১৬ ০৪:২৭:০৬

 রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৫ই জুলাই সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 
 জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোঃ শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার গোলাম রসূল, অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) হোসেন শহীদ সরোওয়ার্দী, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ রোকনুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান, কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদারসহ সার ও বীজের ডিলার এবং সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

রাজবাড়ীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
অনিয়ম করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে---ঢাকা রেঞ্জের ডিআইজি
রাজবাড়ী আমার শ্বশুর বাড়ী, মানে  আমারও বাড়ী ঃ ডাঃ তাসনিম জারা
সর্বশেষ সংবাদ