ঢাকা বুধবার, জুলাই ১৬, ২০২৫
রাজবাড়ী আমার শ্বশুর বাড়ী, মানে আমারও বাড়ী ঃ ডাঃ তাসনিম জারা
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৭-১৬ ০৪:২৫:৫৩

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল ১৭ই জুলাই রাজবাড়ীতে আসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একইদিন জেলা শহরে পদযাত্রা শেষ করে ১নং রেলগেট শহীদ স্মৃতি চত্বরে পথসভা অনুষ্ঠিত হবে।
 ১৭ই জুলাই রাজবাড়ীতে এনসিপির পদযাত্রা নিয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা।
 ডাঃ তাসনিম জারা তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন, রাজবাড়ী আমার শ্বশুর বাড়ী, মানে আমারও বাড়ী। ঢাকার পরে এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মা নদীতে নৌকায় ইলিশ কিনেছি, বরাট বাজার থেকে গোদারবাজার ঘুরেছি মোটর সাইকেলে, দৌলতদিয়া থেকে কিনেছি নদীর টাটকা মাছ। নির্মল মিষ্টান্ন ভান্ডারের চমচম এখনো ভুলতে পারি না।
 এবার ফিরছি আরেক রকম ভালোবাসা নিয়ে। জুলাই অভ্যুত্থানের নেতাদের সাথে নিয়ে। আগামী ১৭ই জুলাই, বিকেল ৩টায় আমাদের পদযাত্রা পৌঁছাবে রাজবাড়ী রেলগেটে।
 জুলাইয়ের ১ তারিখ থেকে আমরা হাঁটছি। দেশের নানা প্রান্ত ঘুরে দেখেছি। এই দেশ কতো দয়ালু, কতটা সম্ভাবনাময়, তা নতুন করে মনে হচ্ছে প্রতিটি দিন। রাজবাড়ীতেও আমরা অপেক্ষা করব আপনাদের জন্য।
 এই পদযাত্রার সহযাত্রী এবং জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া নেতা, নাহিদ, হাসনাত, সারজিস, নাসির, আখতার-তারা সবাই থাকছে। যদি সময় হয়ে ওঠে, তাহলে চলে আসুন। দেখা হচ্ছে।
 এদিকে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে রাজবাড়ীতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। পদযাত্রা ঘিরে জেলার প্রতিটি উপজেলায় চালানো হচ্ছে মাইকিং, সাঁটানো হচ্ছে পোস্টার। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চালানো হচ্ছে প্রচার প্রচারণা।

 

রাজবাড়ীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
অনিয়ম করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে---ঢাকা রেঞ্জের ডিআইজি
রাজবাড়ী আমার শ্বশুর বাড়ী, মানে  আমারও বাড়ী ঃ ডাঃ তাসনিম জারা
সর্বশেষ সংবাদ