ঢাকা বুধবার, জুলাই ১৬, ২০২৫
অনিয়ম করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে---ঢাকা রেঞ্জের ডিআইজি
  • মাহবুব পিয়াল
  • ২০২৫-০৭-১৬ ০৪:২৬:২৭

বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, পুলিশ সদস্যরা যদি কোন অনিয়ম, দুর্নীতি করে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা কোনভাবেই আমি বরদাস্ত করবো না। কোনরকম অর্থনৈতিক দুর্নীতি ও অনিয়ম করা যাবে না। যদি আমার কাছে কোন রিপোর্ট আসে কোন পুলিশ সদস্য অনিয়মের সাথে জড়িত, অনৈতিক কাজের সাথে জড়িত তাহলে কঠোর বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এক্ষেত্রে বিন্দু পরিমাণও ছাড় দিব না। 
 গতকাল ১৫ই জুলাই দুপুরে ফরিদপুর পুলিশ লাইন্সের হলরুমে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 
 ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে গতকাল ১৫ই জুলাই বিশেষ কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। কর্মসূচির মধ্যে ছিল বিশেষ অপরাধ পর্যালোচনা সভা, পুলিশ সদস্যদের কল্যাণ সভা, জেলা বিশেষ শাখা পরিদর্শন এবং নবনির্মিত মাল্টিপারপাস হল(কল্যাণ শেড) উদ্বোধন।  সকালে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ অপরাধ পর্যালোচনা সভা। সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
 সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি রেজাউল করিম মল্লিক আরো বলেন, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং নিষ্ঠার সঙ্গে প্রতিটি পুলিশ সদস্যকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। তিনি থানার কার্যক্রম আরও জনবান্ধব ও প্রগতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় জেলা পুলিশের সকল পুলিশ কর্মকর্তাদেরকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনাসহ জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
 অপরাধ পর্যালোচনা সভা শেষে ডিআইজি রেজাউল করিম মল্লিক ফরিদপুর জেলা বিশেষ শাখা পরিদর্শন করেন। এরপর তিনি জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। সেখানে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং পুলিশ সদস্যরা সরাসরি তাদের মতামত ও সমস্যাবলী তুলে ধরেন। এক উন্মুক্ত পরিবেশে সকল সমস্যা মনোযোগ সহকারে শোনেন ডিআইজি এবং তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
 সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী জেলার ৭জন বীর সন্তানের পরিবারবর্গ উপস্থিত ছিলেন এবং ডিআইজির কাছে তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় ডিআইজি নিহত জেলার শহীদ পরিবারের সদস্যবৃন্দের মাঝে উপহার সামগ্রী তুলে দেন।
 পরে জেলা পুলিশ লাইন্সে নবনির্মিত মাল্টিপারপাস হল(কল্যাণ শেড) উদ্বোধন করেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। এই মাল্টিপারপাস হল(কল্যাণ শেড) জেলার পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 অনুষ্ঠানে ফরিদপুর জেলার পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী সফরে ডিআইজি রেজাউল করিম মল্লিক জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
 এর আগে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক সকালে ফরিদপুর জেলায় পৌঁছালে তাকে ফুলেল অভ্যর্থনা জানান ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম। এ সময় ফরিদপুর জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি রেজাউল করিম মল্লিককে ”গার্ড অব অনার” প্রদান করেন।

 

রাজবাড়ীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
অনিয়ম করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে---ঢাকা রেঞ্জের ডিআইজি
রাজবাড়ী আমার শ্বশুর বাড়ী, মানে  আমারও বাড়ী ঃ ডাঃ তাসনিম জারা
সর্বশেষ সংবাদ