ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
পাংশায় পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৩-১৪ ১৪:৪৬:১১

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩ গতকাল ১৪ই মার্চ মাগুড়াডাঙ্গী শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমে অনুষ্ঠিত হয়েছে।

  সম্মেলনের দ্বিতীয় পর্বে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটির সভাপতি হিসেবে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এডভোকেট ভজ গোবিন্দ দে, সাধারণ সম্পাদক হিসেবে সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার সাহা অরফে কার্তিক সাহা ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক শিব শংকর চক্রবর্তীর নাম ঘোষণা করেন প্রধান অতিথি রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত।

  সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশী ছিলেন ৩জন- সুব্রত কুমার দাস সাগর, এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে ও তপন রায় এবং সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন ৩জন- উত্তম কুমার সাহা অরফে কার্তিক সাহা, শিব শংকর চক্রবর্তী ও গোবিন্দ দত্ত।

  জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুব্রত কুমার দাস সাগরের সভাপতিত্বে সম্মেলনে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বক্তব্য রাখেন।

  অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী নিখিল কুমার দত্ত, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তন্ময় চক্রবর্তী শুম্ভু, রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ সুশীল দত্ত তাপস, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তন্ময় কুমার দাস, রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস বক্তব্য রাখেন।

  অন্যান্যের মধ্যে সঞ্জীব কুমার কুন্ডু, অধ্যক্ষ কিশোর কুমার দাস, শিব শংকর চক্রবর্তী, অরুন কুমার সেন, অখিল মৌলিক, গোবিন্দ দত্ত, লিটন কুমার বিশ্বাস, শৈলেন্দ্রনাথ বিশ্বাস, পংকজ কুমার দাস, তপন কুমার রায়, বাবলু বসাক, অধ্যাপক আশীষ কুমার বর্ধন, উজ্জল কুমার কুন্ডু ও দেব্রত শর্মা প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন অশোক পাল। অনুষ্ঠানে সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ