ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
পাংশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৩-১৫ ১৬:০১:৫১

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘নিরাপদ জ্বালানী, ভোক্তা বান্ধব পৃথিবী’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১৫ই মার্চ বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
  জানা যায়, গতকাল বুধবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  নবাগত পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মৎস্য কর্মকর্তা সাঈদ আহম্মেদ, যশাই ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, ব্যবসায়ী শাহজাহান আলী ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
  সভাপতির বক্তব্যে নবাগত পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, ভোক্তা অধিকার বাস্তবায়নে নীতিমালা রয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণে সরকার আইন প্রণয়ন করেছে। তাই ভোক্তা হিসেবে অধিকার ও দায়িত্ব সম্পর্কে সবারই সচেতন হওয়া জরুরী।
  আসন্ন রমজানে কোন অসাধু ব্যবসায়ী যাতে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে ফায়দা লুটতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়ে ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী আরো বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
  অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এস এম কায়কোবাদ, পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রেজাউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, সাংবাদিক সেলিম মাহমুদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

কালুখালীর সাওরাইলে দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
রাজবাড়ীতে হাসপাতালে দ্বিগুণ রোগী॥হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ
বালিয়াকান্দিতে টিউবওয়েল আছে পানি নেই॥বিপর্যস্ত জনজীবন