ঢাকা মঙ্গলবার, জুন ৬, ২০২৩
বালিয়াকান্দিতে ভোক্তার বাজার তদারিক অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৩-২৪ ১৪:৫৭:৫২

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে গতকাল ২৪শে মার্চ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ও তেতুলিয়া বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে ৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৩ হাজার জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, মাহে রমজানকে সামনে রেখে আমাদের তদারকি অভিযান জোরদার করা হয়েছে। এ অভিযানে তেতুলিয়া বাজারের মাহিম ষ্টোরকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩ হাজার টাকা, মনিরুজ্জামান স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা, তাহসিন ট্রেডার্সকে প্রতিশ্রু পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধ ৩ হাজার টাকা ও বহরপুর বাজারের নিউ হক এন্টারপ্রাইজকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

গোয়ালন্দ আইডিয়াল বহুমুখী হাই স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
গোয়ালন্দে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা ও বৃক্ষ রোপণ
পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত
সর্বশেষ সংবাদ