বাহিরে পাট, পেঁয়াজ ও ভুষি মাল ব্যবসায়ীর সাইন বোর্ড লাগিয়ে ভিতরে অবৈধভাবে তৈরি করা হচ্ছে ভেজাল গুড়। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বৃত্তিডাঙ্গা বাজারে এমন একটি ভেজাল গুড় তৈরির কারখানার সন্ধান মিলেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তিন শার্টার বিশিষ্ট মেসার্স সাব্বির এন্টারপ্রাইজ নামে একটি পাট, পেঁয়াজ ও ভুষি মাল ব্যবসায়ীর আড়ত। কিন্তু ভিতরে সম্পূর্ণ ভিন্ন চিত্র। টিন ভর্তি গুড়, মাটির হাড়ি ভর্তি পুরাতন নষ্ট গুড়, পুরাতন নষ্ট পাটালী, গুড় তৈরীর চুলা, হাউজসহ গুড় তৈরির বিভিন্ন সরঞ্জাম। এসব চিত্র মোবাইলে ধারণ করতে শুরু করলে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে কারখানার সবাই পালিয়ে যায়। কারখানার সবাই পালিয়ে গেলেও এগিয়ে আসেন স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা। কারখানার ভিতরের চিত্র দেখে হতভম্ব হয়ে পরেন তারা।
এ সময় রবিউল ইসলাম নামের এক চা বিক্রেতা বলেন, কারখানাটি রাত ১০ টার পর থেকে সারা রাত চালু থাকে এবং সকাল থেকে সারাদিন বন্ধ থাকে। এখানে বিভিন্ন জায়গা থেকে পুরাতন নষ্ট গুড় কিনে এনে তা চিনি দিয়ে জ্বাল দিয়ে দো-জ¦াল করে আবার বিক্রি করা হয়।
স্থানীয় আমিরুল সরদার বলেন, আমরা কারখানার ভিতরে এই প্রথম প্রবেশ করলাম। এখানে দেখছি সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ। সব ভেজাল। এসব খেলে মানুষ কখনো সুস্থ থাকবে না।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, পাংশা পৌর শহরের মৈশালা গ্রামের তাপস পাল নামের এক ব্যক্তি কারখানাটি পরিচালনা করে আসছে। তবে মেসার্স সাব্বির এন্টারপ্রাইজ নামের সাইন বোর্ডে প্রোপ্রাইটরের নাম লেখা রয়েছে মোঃ আবু বকর ছিদ্দিক।
সাইন বোর্ডে লেখা মোবাইল নম্বরে কল করলে কথা হয় আবু বকর ছিদ্দিকের সাথে। তিনি বলেন, আমরা ইন্ডিয়া থেকে এলসির গুড় কিনে নিয়ে এসে চিনি দিয়ে জ্বাল দিয়ে গুড় ও পাটালী তৈরী করে বাজারে বিক্রি করি। কারখানার কোন বৈধ কাগজপত্র আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এলসি’র গুড় কিনে আনি, এলসি’র কাগজপত্র আছে। আমি নতুন ব্যবসা শুরু করছি। আর কোন কাগজপত্র লাগে কিনা জানি না।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, বিষয়টি আমি অবগত ছিলাম না। অবগত হলাম। বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।